28 তখন বখতে-নাসার বললেন, “শদ্রক, মৈশক ও অবেদ্-নগোর আল্লাহ্র প্রশংসা হোক, যিনি তাঁর ফেরেশতাকে পাঠিয়ে তাঁর গোলামদের উদ্ধার করলেন। এরা তাঁর উপরেই ঈমান রেখে বাদশাহ্র হুকুম অগ্রাহ্য করেছিল এবং তাদের নিজের আল্লাহ্ ছাড়া অন্য কোন দেবতার সেবা ও এবাদত করবার বদলে মরতেও রাজী ছিল।