20 পরিবার, ভাষা, দেশ ও জাতি হিসাবে এরাই ছিল হামের বংশের লোক।
21 ইয়াফসের বড় ভাই সামেরও ছেলেমেয়ে হয়েছিল। সাম ছিলেন আবের ও তাঁর সন্তানদের পূর্বপুরুষ।
22 সামের ছেলেরা হল ইলাম, আশুর, আরফাখশাদ, লূদ ও ইরাম।
23 ইরামের ছেলেরা হল আওস, হূল, গেথর ও মশ।
24 আরফাখশাদের ছেলের নাম শালেখ এবং শালেখের ছেলের নাম আবের।
25 আবেরের দু’টি ছেলে হয়েছিল। তাদের একজনের নাম ছিল ফালেজ। তার সময়ে দুনিয়া ভাগ হয়েছিল বলেই তার এই নাম দেওয়া হয়েছিল। ফালেজের ভাইয়ের নাম ছিল ইয়াকতান।
26 ইয়াকতানের ছেলেরা হল অল্মোদদ, শেলফ, হাযরামাওত, যেরহ,