24 আরফাখশাদের ছেলের নাম শালেখ এবং শালেখের ছেলের নাম আবের।
25 আবেরের দু’টি ছেলে হয়েছিল। তাদের একজনের নাম ছিল ফালেজ। তার সময়ে দুনিয়া ভাগ হয়েছিল বলেই তার এই নাম দেওয়া হয়েছিল। ফালেজের ভাইয়ের নাম ছিল ইয়াকতান।
26 ইয়াকতানের ছেলেরা হল অল্মোদদ, শেলফ, হাযরামাওত, যেরহ,
27 হদোরাম, ঊষল, দিক্ল,
28 ওবল, অবীমায়েল, সাবা,
29 ওফীর, হবীলা ও যোবব। এরা সবাই ছিল ইয়াকতানের ছেলে।
30 মেষা থেকে পূর্ব দিকে সফারে যাওয়ার পথে যে পাহাড়ী এলাকা ছিল তার সমস্ত জায়গায় এরা বাস করত।