8-9 এই সব ঘটনার পরে সাদুম, আমুরা, অদ্মা, সবোয়িম ও বিলার, অর্থাৎ সোয়রের বাদশাহ্রা ইলামের বাদশাহ্ কদর্লায়োমর, গোয়ীমের বাদশাহ্ তিদিয়ল, ব্যাবিলনের বাদশাহ্ অম্রাফল ও ইল্লাসরের বাদশাহ্ অরিয়োকের সংগে যুদ্ধ করবার জন্য সিদ্দীম উপত্যকায় তাঁদের সৈন্য সাজালেন। চারজন বাদশাহ্র বিরুদ্ধে পাঁচজন বাদশাহ্ যুদ্ধের জন্য তৈরী হলেন।