18 ইয়াকুব খুব ভোরে উঠলেন এবং যে পাথরটা তিনি মাথার নীচে দিয়েছিলেন সেটা থামের মত করে দাঁড় করিয়ে তার উপরে তেল ঢেলে দিলেন।
19 তিনি জায়গাটার নাম দিলেন বেথেল (যার মানে “আল্লাহ্র ঘর”)। এই জায়গাটার কাছের শহরটার আগের নাম ছিল লূস।
20 এর পর ইয়াকুব কসম খেয়ে বললেন, “যদি আল্লাহ্ আমার এই যাত্রাপথে আমাকে রক্ষা করেন, যদি তিনি আমাকে খোরাক-পোশাক যুগিয়ে দেন,
21 যদি আমি আবার আমার পিতার বাড়ীতে সহিসালামতে ফিরে আসতে পারি, তবে এই মাবুদকেই আমি আমার আল্লাহ্ বলে মানব।
22 এই যে পাথর আমি এখানে থামের মত করে দাঁড় করিয়ে রাখলাম এখানেই হবে আল্লাহ্র ঘর। হে আল্লাহ্, তুমি আমাকে যা কিছু দেবে তার দশ ভাগের এক ভাগ নিশ্চয়ই আমি তোমাকে ফিরিয়ে দেব।”