পয়দায়েশ 31:8 MBCL

8 যখন তোমাদের বাবা বলেছেন, ‘তোমার বেতন হবে এমন সব পশু যাদের গায়ে ছোট ছোট ছাপ আছে,’ তখন পালের সব পশুগুলোই সেই রকম বাচ্চা দিয়েছে। আবার যখন তিনি বলেছেন, ‘তোমার বেতন হবে ডোরাকাটা পশু,’ তখন পালের সব পশুগুলোই ডোরাকাটা বাচ্চা দিয়েছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন পয়দায়েশ 31

প্রেক্ষাপটে পয়দায়েশ 31:8 দেখুন