পয়দায়েশ 33:18-19 MBCL

18-19 পদ্দন-ইরাম থেকে বের হয়ে আসবার পর ইয়াকুব সহিসালামতে কেনান দেশের শিখিম শহরে গিয়ে উপস্থিত হলেন। তিনি শহরের বাইরে তাম্বু ফেললেন এবং সেই জমিটুকু পরে শিখিমের পিতা হমোরের ছেলেদের কাছ থেকে একশো কসীতা দিয়ে কিনে নিলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন পয়দায়েশ 33

প্রেক্ষাপটে পয়দায়েশ 33:18-19 দেখুন