24 সিবিয়োনের ছেলেদের নাম হল অয়া ও অনা। এই অনাই তাঁর পিতা সিবিয়োনের গাধা চরাতে গিয়ে মরুভূমির মধ্যে গরম পানির ঝর্ণার খোঁজ পেয়েছিলেন।
25 অনার ছেলের নাম হল দিশোন ও মেয়ের নাম অহলীবামা।
26 দিশোনের ছেলেদের নাম হল হিম্দন, ইশ্বন, যিত্রণ ও করাণ।
27 এৎসরের ছেলেদের নাম হল বিল্হন, সাবন ও আকন।
28 দীশনের ছেলেদের নাম হল আওস ও অরাণ।
29 হোরীয় সর্দারদের নাম ছিল লোটন, শোবল, সিবিয়োন, অনা,
30 দিশোন, এৎসর ও দীশন। এঁরাই ছিলেন সেয়ীর, অর্থাৎ ইদোম দেশের হোরীয় জাতির বিভিন্ন গোষ্ঠীর সর্দার।