পয়দায়েশ 49:10-16 MBCL

10 যতদিন না শীলো আসেনএবং সমস্ত জাতি তাঁর হুকুম মেনে চলে,ততদিন রাজদণ্ড এহুদারই বংশে থাকবে;আর তার দু’হাঁটুর মাঝখানে থাকবে বিচার দণ্ড।

11 এহুদা আংগুর গাছে তার গাধা বাঁধবে,আর আংগুরের সেরা ডালে বাঁধবে গাধার বাচ্চাটা।আংগুর-রসে সে তার কাপড় কাচবে,আর আংগুরের রাংগা রসে কাচবে পোশাক।

12 তার চোখের রং আংগুর-রসের রংয়ের চেয়েও গাঢ় হবে,আর তার দাঁত দুধের চেয়েও সাদা হবে।

13 “সবূলূন সাগরের ধারে বাস করবে;সে জাহাজ ভিড়বার বন্দর হবে;তার দেশের সীমানা সিডনের দিকে চলে যাবে।

14 “ইষাখর যেন একটা শক্তিশালী গাধা।তার শোবার জায়গা হবে ভেড়ার খোঁয়াড় দু’টার মাঝখানে।

15 সে দেখবে তার বিশ্রামের দেশটা সুন্দর ও আরামের,তাই বোঝা বইবার জন্য সে কাঁধ নীচু করবেআর গোলামের মত কঠিন পরিশ্রমকেও মেনে নেবে।

16 “দান ইসরাইলের একটা গোষ্ঠী হিসাবেতার লোকদের বিচার করবে।