পয়দায়েশ 49:19-25 MBCL

19 “গাদকে সৈন্যের দল হামলা করবে,কিন্তু সে-ও তাদের পাল্টা হামলা করবে।

20 “আশেরের জমিতে প্রচুর পরিমাণে ভাল ফসল জন্মাবে;সে বাদশাহ্‌র উপযুক্ত খাবার যোগান দেবে।

21 “নপ্তালি যেন বাঁধন-ছাড়া হরিণী;তার মুখে আছে সুন্দর সুন্দর কথা।

22 “ইউসুফ যেন ফলে ভরা গাছ,পানির কিনারার ফলে ভরা গাছ;তার ডালগুলো দেয়াল ছাড়িয়ে গেছে।

23 ধনুকধারীরা তাকে ভীষণভাবে হামলা করেছে,তীর ছুঁড়ে তাকে বিপদে ফেলেছে।

24 কিন্তু তার ধনুক তেমনি স্থির রয়েছেআর হাত রয়েছে তেমনি পটু,কারণ ইয়াকুবের সেই শক্তিশালী আল্লাহ্‌র হাত তার পিছনে রয়েছে।তার পিছনে রয়েছে সেই পালক,ইসরাইলের সেই পাথর।

25 তোমার বাবার আল্লাহ্‌ তোমাকে সাহায্য করবেন।সর্বশক্তিমান আল্লাহ্‌ তোমাকে উপর থেকে আসমানের দোয়াআর মাটির তলা থেকে ঝর্ণার দোয়া দেবেন।স্ত্রীর গর্ভে সন্তান দিয়েআর তার বুকে দুধ দিয়েতিনি তোমাকে দোয়া করবেন।