পয়দায়েশ 49:2-8 MBCL

2 “ইয়াকুবের ছেলেরা, তোমরা সবাই আমার কাছে এস;তোমাদের পিতা ইসরাইল কি বলছেন তা শোন।

3 “রূবেণ, তুমি আমার বড় ছেলে;তুমি আমার বল, আমার যৌবনের শক্তির প্রথম ফল;তুমি সম্মান ও শক্তিতে তোমার ভাইদের সবার উপরে।

4 কিন্তু তুমি যেন অশান্ত পানির মাতামাতি,সেইজন্য তোমার সেই উঁচু স্থান আর থাকবে না।আমার স্ত্রীর কাছে গিয়েতুমি আমার বিছানা অপবিত্র করেছ।

5 “শিমিয়োন আর লেবি দুই ভাই;তারা অনিষ্ট করবার জন্যই তলোয়ার ধরে।

6 তাদের গোপন ষড়যন্ত্রে আমার কোন অংশ নেই,আমি তাদের দলে নই।তারা রাগের বশে মানুষ খুন করেছে,আর নিজেদের খেয়াল-খুশী মতগরুর পায়ের শিরা কেটে দিয়েছে।

7 তাদের এই ভয়ংকর রাগ,এই নিষ্ঠুর ক্রোধের উপর বদদোয়া পড়ুক।আমি তাদের গোষ্ঠী ইয়াকুবের বংশগুলোর মধ্যেভাগ করে দেব,আর ইসরাইলীয়দের মধ্যে তাদের ছড়িয়ে দেব।

8 “এহুদা, তোমার ভাইয়েরা তোমার প্রশংসা করবে।শত্রুদের ঘাড় ধরে তুমি তাদের জব্দ করবে;তোমার ভাইয়েরা মাটিতে উবুড় হয়ে তোমাকে সম্মান দেখাবে।