26 তোমার বাবার পাওয়া দোয়াতার পূর্বপুরুষদের পাওয়া দোয়াকে ছাড়িয়ে গেছে;তা অনেক কাল আগের পাহাড় পর্যন্ত গিয়ে পৌঁছেছে।সেই দোয়া ইউসুফের মাথার উপর পড়ুক;পড়ুক তারই মাথায় যে তার ভাইদের মধ্যে প্রধান।
27 “বিন্ইয়ামীন যেন একটা হিংস্র নেকড়ে বাঘ;সকালে সে খায় শিকারের পশুআর সন্ধ্যায় লুটের জিনিস ভাগ করে।”
28 এরাই হল ইসরাইলের বারোটি গোষ্ঠী। তাদের পিতা তাদের দোয়া করবার সময় এই সব কথাই বলেছিলেন। তিনি প্রত্যেককেই তার পাওনা দোয়া দিয়েছিলেন।
29 পরে ইয়াকুব তাঁর ছেলেদের এই নির্দেশ দিলেন, “পূর্বপুরুষদের কাছে চলে যাবার সময় আমার এসে গেছে। হিট্টীয় ইফ্রোণের জমিতে যে গুহা আছে সেই গুহাতে আমার পূর্বপুরুষদের মধ্যে আমাকে দাফন কোরো।
30 এটাই কেনান দেশের মম্রির কাছে মক্পেলার জমির সেই গুহা। কবরস্থান করবার জন্য ইব্রাহিম জমি সুদ্ধ এই গুহা হিট্টীয় ইফ্রোণের কাছ থেকে কিনে নিয়েছিলেন।
31 সেখানেই ইব্রাহিম ও তাঁর স্ত্রী সারাকে দাফন করা হয়েছে। ইসহাক ও তাঁর স্ত্রী রেবেকাকেও সেখানে দাফন করা হয়েছে। সেখানেই আমি লেয়াকে দাফন করেছি।
32 গুহাসুদ্ধ এই জমিটাই হিট্টীয়দের কাছ থেকে কেনা হয়েছিল।”