1 কেয়ামতের সময়ে সমস্ত পাহাড়ের মধ্যেসেই পাহাড়টাকেই সবচেয়ে উঁচুতে তোলা হবেযেখানে মাবুদের ঘর আছে।ছোট ছোট পাহাড়গুলোর চেয়েতাকে উঁচুতে তোলা হবে,আর সব জাতি স্রোতের মত তার দিকে যাবে।
2 অনেক জাতির লোক এসে বলবে,“চল, আমরা মাবুদের পাহাড়ে উঠে যাই,চল, ইয়াকুবের আল্লাহ্র ঘরে যাই।তিনি আমাদের তাঁর পথ সম্বন্ধে শিক্ষা দেবেনআর আমরা তাঁর পথে চলব।”তারা এই কথা বলবে, কারণ সিয়োন থেকে নির্দেশ দেওয়া হবেআর জেরুজালেম থেকে বের হবে মাবুদের কালাম।
3 তিনি জাতিদের মধ্যে বিচার করে দেবেনএবং দূরের শক্তিশালী লোকদের মধ্যে আপোষ-মীমাংসা করবেন।তারা তাদের তলোয়ার ভেংগে লাংগলের ফাল গড়বেআর বর্শা ভেংগে গড়বে ডাল ছাঁটবার ছুরি।এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তলোয়ার উঠাবে না;তারা আর যুদ্ধ করতে শিখবে না। ॥স
4 প্রত্যেকে নিজের নিজের আংগুর লতার ও ডুমুর গাছের নীচে বসবে এবং কেউ তাদের ভয় দেখাবে না, কারণ আল্লাহ্ রাব্বুল আলামীনই সেই কথা বলেছেন।
5 সব জাতিরা তাদের দেব-দেবীর শক্তিতে কাজ করলেও আমরা চিরকাল আমাদের মাবুদ আল্লাহ্র শক্তিতে কাজ করব।
6 মাবুদ বলছেন, “সেই দিন আমি খোঁড়াদের একত্র করব; যারা বন্দী হয়ে অন্য দেশে আছে, যাদের আমি দুঃখ দিয়েছি তাদের আমি এক জায়গায় জমায়েত করব।
7 আমি খোঁড়াদের বাঁচিয়ে রাখব এবং তাড়িয়ে দেওয়া লোকদের করব একটা শক্তিশালী জাতি। আমি মাবুদ সেই দিন থেকে চিরকাল সিয়োন পাহাড়ে তাদের উপরে রাজত্ব করব।
8 হে ভেড়ার রাখালের পাহারা-ঘর, হে সিয়োন্তকন্যার কেল্লা, আগের রাজ্য তোমার কাছে ফিরিয়ে দেওয়া হবে; বাদশাহ্ আবার জেরুজালেমে রাজত্ব করবে।”
9 কেন তুমি এখন জোরে জোরে কাঁদছ? তোমার কি বাদশাহ্ নেই? তোমার পরামর্শদাতা কি মরে গেছে? সেইজন্য কি প্রসব-ব্যথায় কষ্ট পাওয়া স্ত্রীলোকের মত ব্যথা তোমাকে ধরেছে?
10 হে সিয়োন্তকন্যা, প্রসব-ব্যথায় কষ্ট পাওয়া স্ত্রীলোকের মত তুমি ব্যথায় মোচড়াও, কারণ এখন তোমাকে শহর ছেড়ে খোলা মাঠে গিয়ে থাকতে হবে। তুমি ব্যাবিলনে যাবে; সেখানে তুমি উদ্ধার পাবে। মাবুদ সেখানেই তোমার শত্রুদের হাত থেকে তোমাকে মুক্ত করবেন।
11 কিন্তু এখন অনেক জাতি তোমার বিরুদ্ধে জমায়েত হয়েছে। তারা বলছে, “তাকে নাপাক করা হোক; এস, আমরা সিয়োনের দুর্দশা দেখে আনন্দ করি।”
12 কিন্তু তারা মাবুদের পরিকল্পনার কথা জানে না; তারা বুঝতে পারে না যে, তিনি শস্যের আঁটির মত খামারে মাড়াই করবার জন্য তাদের জড়ো করেছেন।
13 মাবুদ বলছেন, “হে সিয়োন্তকন্যা, তুমি উঠে শস্য মাড়াই কর; আমি তোমাকে লোহার শিং আর ব্রোঞ্জের খুর দেব যাতে তুমি অনেক জাতিকে চুরমার করতে পার। তুমি তাদের অন্যায়ভাবে লাভ করা জিনিসপত্র ও ধন-সম্পদ আমার উদ্দেশে, সমস্ত দুনিয়ার মালিকের উদ্দেশে ধ্বংসের বদদোয়ার অধীন হিসাবে দিয়ে দেবে।”