1 প্রিয়া আমার, কনে আমার,আমি আমারই বাগানে এসেছি;আমার গন্ধরস ও খোশবু মসলা আমি জোগাড় করেছি।আমার মৌচাক ও মধু আমি খেয়েছি,খেয়েছি আংগুর-রস ও দুধ।ভোগ কর, হে বন্ধুরা, ভোগ কর,ভালবাসা পরিপূর্ণভাবে ভোগ কর।
2 আমি ঘুমিয়ে ছিলাম, কিন্তু আমার দিল জেগে ছিল।ঐ শোন, আমার প্রিয় দরজায় আঘাত দিয়ে বলছেন,“কনে আমার, প্রিয়া আমার,আমার ঘুঘু, আমার নিখুঁত সেই জন,আমাকে দরজা খুলে দাও।শিশিরে আমার মাথা ভিজে গেছে,রাতের কুয়াশায় ভিজেছে আমার চুল।”
3 আমি মনে মনে বললাম, “আমার পোশাক আমি খুলে ফেলেছি,কেমন করে আবার তা পরব?আমি আমার পা ধুয়েছি,কেমন করে তা আবার নোংরা করব?”
4 দরজার ফুটো দিয়ে আমার প্রিয় তাঁর হাত ঢুকালেন,আমার মন তাঁর জন্য ব্যাকুল হল।
5 আমার প্রিয়কে দরজা খুলে দেওয়ার জন্য আমি উঠলাম,আমার হাত গন্ধরসে ভেজা ছিল,আমার আংগুল থেকে গন্ধরসের স্রোতেদরজার হাতল ভিজে গেল।
6 আমার প্রিয়ের জন্য আমি দরজা খুললাম,কিন্তু আমার প্রিয় ছিলেন না, চলে গিয়েছিলেন।তিনি যখন কথা বলেছিলেনতখন দুঃখে আমার মন গলে গিয়েছিল।আমি তাঁর খোঁজ করলাম, কিন্তু পেলাম না;আমি তাঁকে ডাকলাম, কিন্তু তিনি সাড়া দিলেন না।