সোলায়মানের শীর 5:5-11 MBCL

5 আমার প্রিয়কে দরজা খুলে দেওয়ার জন্য আমি উঠলাম,আমার হাত গন্ধরসে ভেজা ছিল,আমার আংগুল থেকে গন্ধরসের স্রোতেদরজার হাতল ভিজে গেল।

6 আমার প্রিয়ের জন্য আমি দরজা খুললাম,কিন্তু আমার প্রিয় ছিলেন না, চলে গিয়েছিলেন।তিনি যখন কথা বলেছিলেনতখন দুঃখে আমার মন গলে গিয়েছিল।আমি তাঁর খোঁজ করলাম, কিন্তু পেলাম না;আমি তাঁকে ডাকলাম, কিন্তু তিনি সাড়া দিলেন না।

7 পাহারাদারেরা শহরে ঘুরে ঘুরে পাহারা দেবার সময়আমাকে দেখতে পেল;তারা আমাকে মারল, তাতে কালশিরা পড়ে গেল;শহর-দেয়ালের পাহারাদারেরা আমার গায়ের চাদর কেড়ে নিল।

8 হে জেরুজালেমের মেয়েরা, আমি তোমাদের অনুরোধ করছি,যদি তোমরা আমার প্রিয়ের দেখা পাওতবে তাঁকে বোলো যে, আমি ভালবাসায় দুর্বল হয়েছি।

9 ওহে সেরা সুন্দরী,অন্যদের চেয়ে তোমার প্রিয় কিসে ভাল?তোমার প্রিয় অন্যদের চেয়ে কিসে ভাল যে,তুমি এইভাবে আমাদের অনুরোধ করছ?

10 আমার প্রিয়ের চেহারা উজ্জ্বল,লাল্‌চে তাঁর গায়ের রং;দশ হাজার জনের মধ্যে তিনি বিশেষ একজন।

11 তাঁর মাথা খাঁটি সোনার মত,তাঁর চুল ঢেউ খেলানো আর দাঁড়কাকের মত কালো;