সোলায়মানের শীর 5:9-15 MBCL

9 ওহে সেরা সুন্দরী,অন্যদের চেয়ে তোমার প্রিয় কিসে ভাল?তোমার প্রিয় অন্যদের চেয়ে কিসে ভাল যে,তুমি এইভাবে আমাদের অনুরোধ করছ?

10 আমার প্রিয়ের চেহারা উজ্জ্বল,লাল্‌চে তাঁর গায়ের রং;দশ হাজার জনের মধ্যে তিনি বিশেষ একজন।

11 তাঁর মাথা খাঁটি সোনার মত,তাঁর চুল ঢেউ খেলানো আর দাঁড়কাকের মত কালো;

12 তাঁর চোখ স্রোতের ধারে থাকা এক জোড়া ঘুঘুর মত,যা দুধে ধোয়া, রত্নের মত বসানো।

13 তাঁর গাল দু’টা যেন খোশবু মসলার বীজতলা,যেখান থেকে সুগন্ধ বের হচ্ছে।তাঁর ঠোঁট দু’টা যেন গন্ধরস ঝরা লিলি ফুল।

14 তাঁর হাত দু’টা যেন বৈদূর্যমণি বসানো সোনার লাঠি,আর শরীরটা নীলকান্তমণিতে সাজানো,পালিশ করা হাতির দাঁতের মত।

15 তাঁর রান দু’টা যেন খাঁটি সোনার ভিত্তির উপর বসানোমার্বেল পাথরের থাম।তাঁর ধরন লেবাননের উঁচু পাহাড়ের মত,লেবাননের বাছাই করা এরস গাছের মত জাঁকালো।