3 তোমার বুক দু’টা যেন হরিণের দু’টা বাচ্চা,কৃষ্ণসারের যমজ বাচ্চা।
4 হাতির দাঁতের উঁচু পাহারা-ঘরের মত তোমার গলা,তোমার চোখ দু’টি বৎ-রব্বীমের দরজার কাছেহিষ্বোনের পুকুরগুলোর মত।তোমার নাক যেন দামেস্কের দিকে মুখ করালেবাননের উঁচু পাহারা-ঘর।
5 তোমার শরীরের উপর তোমার মাথা কর্মিল পাহাড়ের মত;চক্চকে মোলায়েম কাপড়ের মতই তোমার চুল;সেই চুলের গোছায় বাদশাহ্ বন্দী হয়ে আছেন।
6 হে আমার প্রিয়া, আমার আনন্দ দানকারিনী,তুমি কি সুন্দর, কি চমৎকার!
7 তোমার গড়ন খেজুর গাছের মত,আর বুক দু’টা যেন আংগুরের দু’টা থোকা।
8 আমি বললাম, “আমি খেজুর গাছে উঠব,আমি তার ফল ধরব।”তোমার বুক দু’টা হোক আংগুরের থোকা,তোমার নিঃশ্বাসের গন্ধ হোক আপেলের মত,
9 আর তোমার মুখ হোক সবচেয়ে ভাল আংগুর-রস।সেই আংগুর-রস সোজা আমার প্রিয়ের গলায় নেমে যাক,যেমন ঘুমিয়ে থাকা লোকদের ঠোঁটের মধ্য দিয়েআংগুর-রস সহজে চলে যায়।