1 আহা, যদি তুমি আমার ভাইয়ের মত হতেযে আমার মায়ের দুধ খেয়েছে!তাহলে আমি তোমাকে বাইরে পেলেওচুম্বন করতে পারতাম,কেউ আমাকে কিছু বলতে পারত না;
2 তাহলে আমি তোমাকে পথ দেখিয়েআমার মায়ের ঘরে নিয়ে আসতাম,আর তুমি আমাকে শিক্ষা দিতে।আমি তোমাকে খোশবু মসলা-দেওয়া আংগুর-রস খেতে দিতাম,খেতে দিতাম আমার ডালিমের মিষ্টি রস।
3 আমার মাথার নীচে আছে তাঁর বাঁ হাত,আর ডান হাত আমাকে জড়িয়ে ধরেছে।
4 হে জেরুজালেমের মেয়েরা,আমি তোমাদের অনুরোধ করে বলছি,তোমরা ভালবাসাকে জাগায়ো না বা উত্তেজিত কোরো নাযতক্ষণ না তার উপযুক্ত সময় হয়।
5 তার প্রিয়ের উপর ভর দিয়েমরুভূমি থেকে যে আসছে সে কে?আপেল গাছের নীচে আমি তোমাকে জাগালাম;তোমার মা ওখানেই প্রসব-যন্ত্রণা ভোগ করেতোমাকে জন্ম দিয়েছিলেন।
6 সীলমোহরের মত করে তুমি আমাকে তোমার দিলেআর তোমার হাতে রাখ;কারণ ভালবাসা মৃত্যুর মত শক্তিশালী,পাওনা ভালবাসার আগ্রহ কবরের মতই হার মানে না।তা জ্বলন্ত আগুনের মতই জ্বলতে থাকে,জ্বলতে থাকে জোরালো শিখার মত।
7 বন্যার পানিও ভালবাসাকে নিভাতে পারে না;সব নদীও পারে না তা ভাসিয়ে নিয়ে যেতে।ভালবাসার জন্য যদি কেউ তার সব কিছু দিয়েও দেয়তবে তা হবে খুবই তুচ্ছ।