11 সেগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি চিরকাল থাকবে।কাপড়ের মতই সেগুলো পুরানো হয়ে যাবে।
12 সেগুলোকে তুমি কাপড়ের মতই গুটিয়ে রাখবে,আর কাপড়ের মত সেগুলোকে বদল করা হবে।কিন্তু তুমি একই রকম থাকবে,আর তোমার জীবনকাল কখনও শেষ হবে না।”
13 আল্লাহ্ কখনও কি কোন ফেরেশতাকে এই কথা বলেছেন,“যতক্ষণ না আমি তোমার শত্রুদেরতোমার পায়ের তলায় রাখি,ততক্ষণ তুমি আমার ডানদিকে বস”?
14 ফেরেশতারা কি সকলেই সেবাকারী রূহ্ নন? যারা নাজাত পাবে তাদের সেবা করবার জন্যই তো তাঁদের পাঠানো হয়।