ইবরানী 1:6-12 MBCL

6 না, তিনি তা বলেন নি। আল্লাহ্‌ তাঁর প্রধান সন্তানকে এই দুনিয়াতে পাঠাবার সময় বলছেন, “আল্লাহ্‌র সব ফেরেশতারা তাঁকে সেজদা করুক।”

7 ফেরেশতাদের বিষয়ে আল্লাহ্‌ বলছেন,“তিনি বাতাসকে তাঁর ফেরেশতা করেছেন;জ্বলন্ত আগুনকে করেছেন তাঁর গোলাম।”

8 কিন্তু পুত্রের বিষয়ে আল্লাহ্‌ বলছেন,“হে আল্লাহ্‌, তোমার সিংহাসন চিরস্থায়ী;তোমার শাসন ন্যায়ের শাসন।

9 তুমি ন্যায় ভালবাস আর অন্যায়কে ঘৃণা কর;সেইজন্য আল্লাহ্‌, তোমার আল্লাহ্‌,তোমার সংগীদের চেয়ে অনেক বেশী আনন্দতেলের মত করে তোমার উপর ঢেলে দিয়েছেন।”

10 আল্লাহ্‌ আরও বলেছেন,“প্রভু, তুমি অনেক কাল আগেই দুনিয়ার ভিত্তি গেঁথেছিলে;আসমানও তোমার হাতে গড়া।

11 সেগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি চিরকাল থাকবে।কাপড়ের মতই সেগুলো পুরানো হয়ে যাবে।

12 সেগুলোকে তুমি কাপড়ের মতই গুটিয়ে রাখবে,আর কাপড়ের মত সেগুলোকে বদল করা হবে।কিন্তু তুমি একই রকম থাকবে,আর তোমার জীবনকাল কখনও শেষ হবে না।”