36 তোমাদের স্থির থাকা দরকার, যাতে আল্লাহ্র ইচ্ছামত কাজ করবার পরে আল্লাহ্ যা দিতে ওয়াদা করেছেন তা তোমরা পাও;
37 কারণ আল্লাহ্র কথামত, “যাঁর আসবার কথা আছে তিনি খুব অল্প দিনের মধ্যেই আসবেন, দেরি করবেন না।
38 আর যে লোককে আমি ধার্মিক বলে গ্রহণ করেছি সে ঈমানের দ্বারা জীবন পাবে; কিন্তু কেউ যদি ফিরে যায় তবে তার উপর আমি সন্তুষ্ট হব না।”
39 যারা ফিরে গিয়ে ধ্বংস হয় আমরা তো সেই দলের নই; যারা ঈমান এনে নাজাত পায় আমরা সেই দলেরই।