22 ভাইয়েরা, তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ এই যে, আমার এই শিক্ষার কথা তোমরা মেনে নাও। আমি তো তোমাদের কাছে বেশী কথা লিখলাম না।
23 আমি তোমাদের জানাতে চাই যে, আমাদের ভাই তীমথিয় খালাস পেয়েছেন। তিনি যদি শীঘ্র আসেন তবে তাঁকে সংগে করে তোমাদের দেখতে আসব।
24 তোমাদের সব নেতাদের ও আল্লাহ্র বান্দাদের আমাদের সালাম জানায়ো। ইতালী দেশের আল্লাহ্র বান্দারা তোমাদের সালাম জানাচ্ছেন।
25 তোমাদের সকলের উপরে আল্লাহ্র রহমত থাকুক।