গালাতীয় 3:17 MBCL

17 আমার কথার মানে হল, আল্লাহ্‌ ইব্রাহিমের সময়ে একটা ওয়াদাপূর্ণ ব্যবস্থা স্থাপন করেছিলেন। তার চারশো ত্রিশ বছর পরে শরীয়ত দেওয়া হয়েছিল, কিন্তু তাতে আগের সেই ব্যবস্থা বাতিল হয়ে গেল না; কাজেই তার ওয়াদা টিকেই রইল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গালাতীয় 3

প্রেক্ষাপটে গালাতীয় 3:17 দেখুন