প্রকাশিত কালাম 15:1-4 MBCL

1 পরে আমি বেহেশতে আর একটা মহান ও আশ্চর্য চিহ্ন দেখলাম। দেখলাম, সাতজন ফেরেশতা আর তাঁদের হাতে শেষ সাতটা গজব। এগুলোকে শেষ গজব বলা হচ্ছে, কারণ এগুলো দিয়ে আল্লাহ্‌র রাগেরও শেষ হবে।

2 তারপর আমি আগুন মেশানো কাচের একটা সমুদ্রের মত দেখলাম, আর যারা সেই জন্তু ও তার মূর্তি এবং তার নামের সংখ্যার উপরে জয়লাভ করেছে তাদেরও দেখলাম। আল্লাহ্‌র দেওয়া বীণা হাতে করে তারা সেই কাচের সমুদ্রের ধারে দাঁড়িয়ে ছিল।

3 তারা আল্লাহ্‌র গোলাম মূসার এবং সেই মেষ-শাবকের এই কাওয়ালীটি গাইছিল:“হে সর্বশক্তিমান মাবুদ আল্লাহ্‌,কত মহান ও আশ্চর্য তোমার কাজ!হে সমস্ত জাতির বাদশাহ্‌,কত ন্যায় ও সত্য তোমার পথ!

4 হে মাবুদ, কে না তোমাকে ভয় করবে?কে না তোমার নামের প্রশংসা করবে?কেবল তুমিই তো পবিত্র।সমস্ত জাতি তোমার কাছে আসবে,সবাই তোমার এবাদত করবে;কারণ তোমার ন্যায়বিচার প্রকাশিত হয়েছে।”