প্রকাশিত কালাম 19:10 MBCL

10 তখন আমি সেই ফেরেশতার পায়ের কাছে উবুড় হয়ে তাঁকে সেজদা করলাম। কিন্তু তিনি আমাকে বললেন, “এ কি করছ? আমি তোমার সহ-গোলাম। আল্লাহ্‌কেই সেজদা কর। তোমার ঈমানদার ভাইয়েরা, যারা ঈসার শিক্ষা ধরে রাখে, আমি তাদেরই একজন। ঈসার শিক্ষাই ছিল নবীদের শিক্ষার মূল কথা।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন প্রকাশিত কালাম 19

প্রেক্ষাপটে প্রকাশিত কালাম 19:10 দেখুন