20 পঞ্চমটা সূর্যকান্তমণির, ষষ্ঠটা সার্দীয়মণির, সপ্তমটা পোখরাজের, অষ্টমটা বৈদুর্যমণির, নবমটা পীতমণির, দশমটা উপলের, একাদশটা ফিরোজামণির এবং দ্বাদশটা পদ্মরাগের।
21 বারোটা দরজা ছিল বারোটা মুক্তা। প্রত্যেক দরজা এক একটা মুক্তা দিয়ে তৈরী ছিল। শহরের রাস্তাটা পরিষ্কার কাচের মত খাঁটি সোনায় তৈরী ছিল।
22 আমি সেই শহরে কোন এবাদত-খানা দেখলাম না, কারণ সর্বশক্তিমান মাবুদ আল্লাহ্ এবং মেষ-শাবকই ছিলেন সেই শহরের এবাদত-খানা।
23 সেই শহরে আলো দেবার জন্য সূর্য বা চাঁদের কোন দরকার নেই, কারণ আল্লাহ্র মহিমাই সেখানে আলো দেয় এবং মেষ-শাবকই সেখানকার বাতি;
24 আর সব জাতি সেই আলোতে চলাফেরা করবে। দুনিয়ার বাদশাহ্রা তাঁদের জাঁকজমক নিয়ে সেই শহরে আসবেন।
25 দিনের বেলা শহরের দরজাগুলো কখনও বন্ধ থাকবে না আর সেখানে রাতও হবে না।
26 সমস্ত জাতির গৌরব ও সম্মান সেখানে আনা হবে।