প্রকাশিত কালাম 3:12 MBCL

12 যে জয়ী হবে তাকে আমি আমার আল্লাহ্‌র ঘরের একটা থাম করব; সে আর কখনও বাইরে যাবে না। আমি তার উপরে আমার আল্লাহ্‌র নাম এবং আমার আল্লাহ্‌র শহরের নাম লিখব। নতুন জেরুজালেমই সেই শহর। বেহেশতের মধ্য থেকে আমার আল্লাহ্‌র কাছ থেকে এই শহর নেমে আসবে। যে জয়ী হবে আমি তার উপর আমার নতুন নামও লিখব।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন প্রকাশিত কালাম 3

প্রেক্ষাপটে প্রকাশিত কালাম 3:12 দেখুন