1-2 মাননীয় থিয়ফিল,ঈসাকে বেহেশতে তুলে নেবার আগে পর্যন্ত তিনি যা করেছিলেন ও শিক্ষা দিয়েছিলেন তার সমস্তই আমি আমার আগের কিতাবে লিখেছি। যে সাহাবীদের তিনি বেছে নিয়েছিলেন, তাঁকে তুলে নেবার আগে সেই সাহাবীদের তিনি পাক-রূহের মধ্য দিয়ে নির্দেশ দিয়েছিলেন।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন প্রেরিত 1
প্রেক্ষাপটে প্রেরিত 1:1-2 দেখুন