1 আপল্লো যখন করিনে' ছিলেন সেই সময় পৌল এশিয়া প্রদেশের মধ্য দিয়ে ইফিষে আসলেন।
2 সেখানে তিনি কয়েকজন উম্মতের দেখা পেয়ে তাদের জিজ্ঞাসা করলেন, “আপনারা যখন ঈমান এনেছিলেন তখন কি পাক-রূহ্ পেয়েছিলেন?”তারা তাঁকে বলল, “পাক-রূহ্ যে আছেন সেই কথা আমরা শুনিই নি।”
3 তখন পৌল বললেন, “তবে আপনারা কোন্ তরিকাবন্দী পেয়েছিলেন?”তারা বলল, “ইয়াহিয়ার তরিকাবন্দী।”
4 পৌল বললেন, “তওবা করে যে তরিকাবন্দী গ্রহণ, সেটাই ছিল ইয়াহিয়ার তরিকাবন্দী। ইয়াহিয়া লোকদের বলেছিলেন, তাঁর পরে যিনি আসছেন তাঁর উপর, অর্থাৎ ঈসার উপর ঈমান আনতে হবে।”