25 তুমি পাক-রূহের মধ্য দিয়ে তোমার গোলাম আমাদের পূর্বপুরুষ দাউদের মুখ দিয়ে বলেছ,‘কেন অস্থির হয়ে চেঁচামেচি করছে সমস্ত জাতির লোক?কেন লোকেরা মিছামিছি ষড়যন্ত্র করছে?
26 মাবুদ ও তাঁর মসীহের বিরুদ্ধে দুনিয়ার বাদশাহ্রা একসংগে দাঁড়াচ্ছে,আর শাসনকর্তারা করছে গোপন বৈঠক।’
27 “তোমার পবিত্র গোলাম ঈসা, যাঁকে তুমি মসীহ্ হিসাবে নিযুক্ত করেছিলে, বাদশাহ্ হেরোদ ও পন্তীয় পীলাত এই শহরেই তাঁর বিরুদ্ধে অ-ইহুদীদের সংগে এবং বনি-ইসরাইলদের সংগে সত্যিই হাত মিলিয়েছিলেন।
28 তোমার কুদরত ও ইচ্ছাতে যা ঘটবে বলে তুমি আগেই ঠিক করে রেখেছিলে তাঁরা তা-ই করেছিলেন।
29 আর এখন, হে মাবুদ, এঁরা আমাদের কিভাবে ভয় দেখাচ্ছেন তা তুমি লক্ষ্য কর। তোমার গোলামদের এমন শক্তি দাও যাতে খুব সাহসের সংগে তারা তোমার কালাম বলতে পারে।
30 তোমার হাত বাড়িয়ে দাও যেন তোমার পবিত্র গোলাম ঈসার নামে তারা লোকদের সুস্থ করতে পারে এবং অলৌকিক চিহ্ন ও কুদরতি কাজ করতে পারে।”
31 যে জায়গায় তাঁরা মিলিত হয়েছিলেন, মুনাজাত করবার পর সেই জায়গাটা কেঁপে উঠল। আর তাঁরা সবাই পাক-রূহে পূর্ণ হয়ে সাহসের সংগে আল্লাহ্র কালাম বলতে লাগলেন।