প্রেরিত 7:9-10 MBCL

9-10 “সেই গোষ্ঠী-পিতারা হিংসা করে ইউসুফকে গোলাম হিসাবে মিসর দেশে বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ্‌ ইউসুফের সংগে থেকে সমস্ত কষ্ট ও বিপদ থেকে তাঁকে রক্ষা করলেন। এছাড়া আল্লাহ্‌ ইউসুফকে জ্ঞান দান করলেন এবং মিসরের বাদশাহ্‌ ফেরাউনের সুনজরে আনলেন। সেইজন্য ফেরাউন তাঁকে মিসরের শাসনকর্তা ও নিজের বাড়ীর কর্তা করলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন প্রেরিত 7

প্রেক্ষাপটে প্রেরিত 7:9-10 দেখুন