44 যখনই আমি তোমার কথা শুনলাম তখনই আমার গর্ভের শিশুটি আনন্দে নেচে উঠল।
45 তুমি ধন্যা, কারণ তুমি বিশ্বাস করেছ যে, মাবুদ তোমাকে যা বলেছেন তা পূর্ণ হবে।”
46 তখন মরিয়ম বললেন,“আমার হৃদয় মাবুদের প্রশংসা করছে;
47 আমার নাজাতদাতা আল্লাহ্কে নিয়েআমার দিল আনন্দে ভরে উঠছে,
48 কারণ তাঁর এই সামান্যা বাঁদীর দিকেতিনি মনোযোগ দিয়েছেন।এখন থেকে সব লোক আমাকে ধন্যা বলবে,
49 কারণ শক্তিমান আল্লাহ্ আমার জন্যকত না মহৎ কাজ করেছেন।তিনি পবিত্র।
50 যারা তাঁকে ভয় করেতাদের প্রতি তিনি মমতা করেন,বংশের পর বংশ ধরেই করেন।