53 যাদের অভাব আছে,ভাল ভাল জিনিস দিয়েতিনি তাদের অভাব পূরণ করেছেন,কিন্তু ধনীদের খালি হাতে বিদায় করেছেন।
54-55 তিনি আমাদের পূর্বপুরুষদের কাছেযে ওয়াদা করেছিলেন,সেইমতই তিনি তাঁর গোলামইসরাইলকে সাহায্য করেছেন।ইব্রাহিম ও তাঁর বংশের লোকদের উপরেচিরকাল মমতা করবার কথা তিনি মনে রেখেছেন।”
56 প্রায় তিন মাস এলিজাবেতের কাছে থাকবার পর মরিয়ম নিজের বাড়ীতে ফিরে গেলেন।
57 সময় পূর্ণ হলে পর এলিজাবেতের একটি ছেলে হল।
58 তাঁর উপর মাবুদের প্রচুর মমতার কথা শুনে প্রতিবেশীরা ও আত্মীয়রা তাঁর সংগে আনন্দ করতে লাগল।
59 ইহুদীদের নিয়ম মত আট দিনের দিন তারা ছেলেটির খৎনা করাবার কাজে যোগ দিতে আসল। তারা ছেলেটির নাম তার পিতার নামের মত জাকারিয়া রাখতে চাইল,
60 কিন্তু তার মা বললেন, “না, এর নাম ইয়াহিয়া রাখা হবে।”