71 তিনি শত্রুদের হাত থেকেআর যারা ঘৃণা করে তাদের সকলের হাত থেকেআমাদের রক্ষা করেছেন।
72 তিনি আমাদের পূর্বপুরুষদের মমতা করবার জন্যআর তাঁর পবিত্র ব্যবস্থা, অর্থাৎ তাঁর কসমপূর্ণ করবার জন্য আমাদের রক্ষা করেছেন।
73-75 সেই কসম তিনি আমাদের পূর্বপুরুষইব্রাহিমের কাছে খেয়েছিলেন।তিনি শত্রুদের হাত থেকেআমাদের উদ্ধার করেছেনযেন যতদিন বেঁচে থাকিপবিত্র ও সৎভাবে তাঁর সামনে দাঁড়িয়েনির্ভয়ে তাঁর এবাদত করতে পারি।
76 সন্তান আমার,তোমাকে আল্লাহ্তা’লার নবী বলা হবে,কারণ তুমি তাঁর পথ ঠিক করবার জন্যতাঁর আগে আগে চলবে।
77-78 তুমি তাঁর বান্দাদের জানাবে,কিভাবে আমাদের আল্লাহ্র মমতার দরুনগুনাহের মাফ পেয়েনাজাত পাওয়া যায়।তাঁর মমতায় বেহেশত থেকে এক উঠন্ত সূর্যআমাদের উপর নেমে আসবেন,
79 যাতে অন্ধকারে ও মৃত্যুর ছায়ায় যারা বসে আছেতাদের নূর দিতে পারেন,আর শান্তির পথে আমাদের চালাতে পারেন।”
80 পরে ইয়াহিয়া বেড়ে উঠতে লাগলেন এবং দিলে শক্তিশালী হয়ে উঠতে থাকলেন। বনি-ইসরাইলদের সামনে খোলাখুলিভাবে উপস্থিতির আগ পর্যন্ত তিনি মরুভূমিতে ছিলেন।