49 ঈসা তাঁদের বললেন, “তোমরা কেন আমার তালাশ করছিলে? তোমরা কি জানতে না যে, আমার পিতার ঘরে আমাকে থাকতে হবে?”
50 ঈসা যা বললেন তাঁর মা-বাবা তা বুঝলেন না।
51 এর পরে তিনি তাঁদের সংগে নাসরতে ফিরে গেলেন এবং তাঁদের বাধ্য হয়ে রইলেন। তাঁর মা এই সব বিষয় মনে গেঁথে রাখলেন।
52 ঈসা জ্ঞানে, বয়সে এবং আল্লাহ্ ও মানুষের মহব্বতে বেড়ে উঠতে লাগলেন।