লূক 22:57-63 MBCL

57 পিতর অস্বীকার করে বললেন, “আমি ওকে চিনি না।”

58 কিছুক্ষণ পরে আর একজন লোক তাঁকে দেখে বলল, “তুমিও তো ওদের একজন।”পিতর বললেন, “না, আমি নই।”

59 এক ঘণ্টা পরে আর একজন জোর দিয়ে বলল, “এই লোকটি নিশ্চয়ই ওর সংগে ছিল, কারণ এ তো গালীল প্রদেশের লোক।”

60 পিতর বললেন, “দেখ, তুমি কি বলছ আমি বুঝতে পারছি না।”পিতরের কথা শেষ হতে না হতেই একটা মোরগ ডেকে উঠল।

61 তখন ঈসা মুখ ফিরিয়ে পিতরের দিকে দেখলেন। এতে যে কথা ঈসা তাঁকে বলেছিলেন সেই কথা পিতরের মনে পড়ল, “আজ মোরগ ডাকবার আগে তুমি তিন বার বলবে যে, তুমি আমাকে চেন না।”

62 তখন পিতর বাইরে গিয়ে খুব কাঁদতে লাগলেন।

63 যারা ঈসাকে পাহারা দিচ্ছিল তারা তাঁকে ঠাট্টা করতে ও মারতে লাগল।