24 “কিন্তু ঘৃণ্য ধনী লোকেরা!তোমরা পরিপূর্ণভাবেই সুখ ভোগ করছ।
25 ঘৃণ্য তৃপ্ত লোকেরা!তোমাদের তো খিদে পাবে।ঘৃণ্য যারা হাসছ!তোমরা দুঃখ করবে ও কাঁদবে।
26 ঘৃণ্য তোমরা, যখন সব লোকেতোমাদের প্রশংসা করে।এই সব লোকদের পূর্বপুরুষেরাভণ্ড নবীদেরও প্রশংসা করত।
27 “তোমরা যারা শুনছ তাদের আমি বলছি, তোমাদের শত্রুদের মহব্বত কোরো। যারা তোমাদের ঘৃণা করে তাদের উপকার কোরো।
28 যারা তোমাদের অবনতি চায় তাদের উন্নতি চেয়ো। যারা তোমাদের সংগে খারাপ ব্যবহার করে তাদের জন্য মুনাজাত কোরো।
29 যে তোমার এক গালে চড় মারে তাকে অন্য গালেও মারতে দিয়ো। যে তোমার চাদর নিয়ে যায় তাকে কোর্তাও নিতে দিয়ো।
30 যারা তোমার কাছে চায় তাদের দিয়ো। কেউ তোমার কোন জিনিস নিয়ে গেলে তা আর ফেরৎ চেয়ো না।