10 কিন্তু এখন আমি যা হয়েছি তা আল্লাহ্র রহমতেই হয়েছি। আমার উপর তাঁর সেই রহমত নিষ্ফল হয় নি। আমি অন্য সাহাবীদের সকলের চেয়ে বেশী পরিশ্রম করেছি; তবে পরিশ্রম যে আমিই করেছি তা নয়, বরং আমার উপর আল্লাহ্র যে রহমত আছে সেই রহমতই তা করেছে।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ করিন্থীয় 15
প্রেক্ষাপটে ১ করিন্থীয় 15:10 দেখুন