16 ঈসায়ী ঈমানের গোপন সত্য যে মহান তা অস্বীকার করা যায় না। সেই সত্য এই-তিনি মানুষ হিসাবে প্রকাশিত হলেন;তিনি যে নির্দোষ পাক-রূহ্ তা প্রমাণ করলেন;ফেরেশতারা তাঁকে দেখেছিলেন;সমস্ত জাতির কাছে তাঁর বিষয় তবলিগ করা হয়েছিল;দুনিয়াতে তাঁর উপর লোকেরা ঈমান এনেছিল;বেহেশতে তাঁকে মহিমার সংগে তুলে নেওয়া হয়েছিল।