12 তোমাদের এই কাজের ফলে যে কেবল আল্লাহ্র বান্দাদের অভাব পূরণ হবে তা নয়; আল্লাহ্র প্রতি অনেক লোকের কৃতজ্ঞতাও উপ্চে পড়বে।
13 তোমরা যে বিশ্বস্ত, তোমাদের এই দান করা তা প্রমাণ করবে, আর তা দেখে তারা আল্লাহ্র গৌরব করবে, কারণ তোমরা মসীহের বিষয়ে সুসংবাদের উপর ঈমান এনে তার বাধ্য হয়েছ এবং তোমরা খোলা হাতে তাদের ও অন্য সবাইকে দান করেছ।
14 আল্লাহ্র কাছ থেকে তোমরা যে অশেষ রহমত পেয়েছ তার জন্য তারা সমস্ত দিল দিয়ে তোমাদের জন্য মুনাজাত করবে।
15 যে দানের কথা ভাষায় প্রকাশ করা যায় না আল্লাহ্র সেই দানের জন্য তাঁর প্রশংসা হোক।