5 এইজন্য খুব আগ্রহী হয়ে তোমাদের ঈমানের সংগে ভাল স্বভাব, ভাল স্বভাবের সংগে জ্ঞান,
6 জ্ঞানের সংগে নিজেকে দমন এবং নিজেকে দমনের সংগে ধৈর্য, ধৈর্যের সংগে আল্লাহ্র প্রতি ভয়,
7 ভয়ের সংগে ভাইদের প্রতি ভালবাসা এবং সেই ভালবাসার সংগে গভীর মহব্বতের মনোভাব যোগ কর।
8 যদি তোমাদের এই সব গুণ থাকে এবং তা উপ্চে পড়তে থাকে, তাহলে আমাদের হযরত ঈসা মসীহ্কে গভীর ভাবে জানবার কাজে তোমরা বিফল ও নিষ্ফল হবে না।
9 যে লোকের ভিতরে এই গুণগুলো নেই সে বেশী দূর দেখতে পায় না, সে অন্ধ। তাকে যে তার আগেকার গুনাহ্ থেকে পাক-সাফ করা হয়েছে তা সে ভুলে গেছে।
10 এইজন্য ভাইয়েরা, আল্লাহ্ যে সত্যিই তোমাদের ডেকেছেন এবং বেছে নিয়েছেন তা নিশ্চিত করে তুলবার জন্য আরও বেশী আগ্রহী হও। এই সব করলে তোমরা কখনও উচোট খাবে না।
11 এতে আমাদের প্রভু এবং নাজাতদাতা ঈসা মসীহের চিরস্থায়ী রাজ্যে আগ্রহের সংগে তোমাদের গ্রহণ করা হবে।