14 তাদের চোখ জেনায় ভরা এবং তারা গুনাহ্ কাজ করা কখনও বন্ধ করে না। যারা অস্থিরমনা তাদের তারা লোভ দেখিয়ে ভুল পথে নিয়ে যায়। তাদের দিল কেবল লোভ করতেই শিখেছে। তাদের উপর বদদোয়া রয়েছে। তারা সোজা পথ ছেড়ে ভুল পথে গেছে।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ পিতর 2
প্রেক্ষাপটে ২ পিতর 2:14 দেখুন