1 পরে হগয় নবী ও ইদ্দোর পুত্র জাকারিয়া, এই দু’জন নবী এহুদা ও জেরুশালেমের ইহুদীদের কাছে ভবিষ্যদ্বাণী তবলিগ করতে লাগলেন; ইসরাইলের আল্লাহ্র নামে তাদের কাছে ভবিষ্যদ্বাণী তবলিগ করতে লাগলেন।
2 তখন শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় জেরুশালেমে আল্লাহ্র গৃহ নির্মাণ করতে আরম্ভ করলেন, আর আল্লাহ্র নবীরা তাঁদের সঙ্গে থেকে তাঁদেরকে সাহায্য করতেন।
3 সেই সময়ে নদী-পারের শাসনকর্তা তত্তনয়, শথরবোষণয় এবং তাঁদের সঙ্গীরা তাঁদের কাছে এসে বললেন, এই গৃহ নির্মাণ ও প্রাচীর স্থাপন করতে তোমাদেরকে কে হুকুম দিয়েছে?
4 তখন তারা আরও প্রশ্ন করলো, সেই গাঁথুনিকারী লোকদের নাম কি?