উযায়ের 7:5-11 BACIB

5 বুক্কি অবীশূয়ের সন্তান, অবীশূয় পীনহসের সন্তান, পীনহস ইলিয়াসরের সন্তান, ইলিয়াসর প্রধান ইমাম হারুনের সন্তান।

6 উযায়ের মূসার শরীয়তে, ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের দেওয়া ব্যবস্থায়, পণ্ডিত অধ্যাপক ছিলেন এবং তাঁর উপরে তাঁর আল্লাহ্‌ মাবুদের হাত থাকায় বাদশাহ্‌ তাঁর সমস্ত বাঞ্ছিত বিষয় তাঁকে দিলেন।

7 বাদশাহ্‌ আর্টা-জারেক্সের সপ্তম বৎসরে বনি-ইসরাইলদের, ইমামদের ও লেবীয়দের, গায়কদের, দ্বারপালদের ও নথীনীয়দের কয়েকজন লোক জেরুশালেমে যাত্রা করলো।

8 আর বাদশাহ্‌র ঐ সপ্তম বছরের পঞ্চম মাসে উযায়ের জেরুশালেমে উপস্থিত হলেন।

9 প্রথম মাসের প্রথম দিনে তিনি ব্যাবিলন থেকে যাত্রা আরম্ভ করেছিলেন এবং তাঁর উপরে আল্লাহ্‌র মঙ্গলময় হাত থাকায় তিনি পঞ্চম মাসের প্রথম দিনে জেরুশালেমে উপস্থিত হলেন।

10 কেননা মাবুদের ব্যবস্থা অনুশীলন ও পালন করতে এবং ইসরাইলে বিধি ও অনুশাসন শিক্ষা দিতে উযায়ের তাঁর অন্তঃকরণ সুস্থির করেছিলেন।

11 বাদশাহ্‌ আর্টা-জারেক্সের যে পত্র উযায়ের ইমামকে— সেই অধ্যাপককে, যিনি মাবুদের আদেশ-কালামের ও ইসরাইলের প্রতি তাঁর বিধির অধ্যাপক ছিলেন— তাঁকে দিয়েছিলেন,