1 ওবদিয়ের দর্শন।সার্বভৌম মাবুদ ইদোমের বিষয়ে এই কথা বলেন। আমরা মাবুদের কাছ থেকে বার্তা শুনেছি এবং জাতিদের কাছে এক ফেরেশতা প্রেরিত হয়েছে; তোমরা ওঠ, চল, আমরা তার বিপক্ষে যুদ্ধ করার জন্য যাই।
2 দেখ, আমি তোমাকে জাতিদের মধ্যে ক্ষুদ্র করেছি; তুমি নিতান্ত অবজ্ঞার পাত্র।
3 হে শৈলের ফাটলে বাসকারী, হে উঁচু স্থান-নিবাসী, তোমার অন্তঃকরণের অহঙ্কার তোমাকে বঞ্চনা করেছে; তুমি মনে মনে বলছো, কে আমাকে ভূমিতে নামাবে?
4 তুমি যদিও ঈগল পাখির মত উচ্চে আরোহণ কর, যদিও তারাগুলোর মধ্যে তোমার বাসা স্থাপিত হয়, তবুও আমি তোমাকে সেখান থেকে নামাব, মাবুদ এই কথা বলেন।
5 তোমার কাছে যদি চোরেরা আসে, রাত্রিকালীন বিনাশকারীরা আসে— তুমি কেমন উচ্ছিন্ন হবে!— তবে তারা কি কেবল প্রয়োজনমত চুরি করবে? তোমার কাছে যদি আঙ্গুর সংগ্রহকারীরা আসে, তারা কি কিছু ফল অবশিষ্ট রাখবে না?
6 ইসের সম্পত্তি কেমন খোঁজ করা গেছে! তার গুপ্তধনের কেমন অনুসন্ধান হয়েছে!
7 যেসব লোক তোমার সঙ্গে চুক্তি করেছে, তারা তোমাকে সীমা পর্যন্ত বিদায় দিয়েছে; তোমার মিত্ররা তোমাকে প্রবঞ্চনা করে পরাজিত করেছে; যারা তোমার খাদ্য খায়, তারা তোমার নিচে ফাঁদ পাতে; না, ইদোমে কোন বিবেচনাবোধ নেই।
8 মাবুদ বলেন, সেদিন আমি কি ইদোমের জ্ঞানবানদের বিনষ্ট করবো না? ইসের পর্বত থেকে কি বুদ্ধিমানদের দূর করবো না?
9 হে তৈমন, তোমার বীরেরা ভীষণ ভয় পাবে, যেন ইসের পর্বত থেকে নরহত্যায় সকল মানুষ উচ্ছিন্ন হয়।
10 তোমার ভাই ইয়াকুবের প্রতি কৃত দৌরাত্ম্যের জন্য তুমি লজ্জায় আচ্ছন্ন ও চিরকালের জন্য উচ্ছিন্ন হবে।
11 যেদিন তুমি অন্য পক্ষে দাঁড়িয়েছিলে, যেদিন বিদেশীরা তার সম্পত্তি হরণ করে নিয়ে গিয়েছিল ও বিজাতিরা তার তোরণদ্বারে প্রবেশ করেছিল এবং জেরুশালেমের উপরে গুলিবাঁট করেছিল, সেদিন তুমিও তাদের একজনের মত ছিলে।
12 কিন্তু তোমার ভাইয়ের দুর্দিনে, তার বিষম দুর্দশার দিনে, তার দিকে তুচ্ছদৃষ্টি করো না; এহুদার সন্তানদের বিনাশের দিনে তাদের বিষয়ে আনন্দ করো না এবং সঙ্কটের দিনে অহংকারের কথা বলো না।
13 আমার লোকদের দুর্যোগের দিনে তাদের তোরণদ্বারে প্রবেশ করো না; তুমি তাদের দুর্যোগের দিনে তাদের অমঙ্গলের দিকে দৃষ্টি দিয়ো না এবং তাদের দুর্যোগের দিনে তাদের সম্পত্তিতে হস্তক্ষেপ করো না।
14 আর তাদের পলাতকদের খুন করার জন্য পথের সংযোগ স্থানে দাঁড়াবে না; এবং সঙ্কটের দিনে তাদের রক্ষা পাওয়া লোকদের দুশমনদের হাতে তুলে দিও না।
15 কেননা সর্বজাতির উপরে মাবুদের দিন সন্নিকট; তুমি যেরকম করেছ, তোমার প্রতিও তেমনি করা যাবে, তোমার অপকারের ফল তোমারই মাথায় বর্তাবে।
16 কেননা আমার পবিত্র পর্বতে তোমরা যেভাবে পান করেছ, তেমনি সমস্ত জাতি অনবরত পান করবে, পান করতে করতে গিলবে, পরে তারা এমন হবে যে, তাদের কখনও কোন অস্তিত্ব ছিল না।
17 কিন্তু সিয়োন পর্বতে রক্ষা পাওয়া লোকেরা থাকবে, আর তা পবিত্র হবে এবং ইয়াকুবের কুল নিজেদের অধিকারের অধিকারী হবে।
18 আর ইয়াকুবের কুল আগুন ও ইউসুফের কুল শিখা, আর ইসের কুল নাড়াস্বরূপ হবে; সেই আগুন তাদের গ্রাস করবে; তাতে ইসের কুলে রক্ষা পাওয়া কোন লোক থাকবে না, কারণ মাবুদ এই কথা বলেছেন।
19 তখন দক্ষিণের লোকেরা ইসের পর্বত ও নিম্নভূমির লোকেরা ফিলিস্তিনীদের দেশ অধিকার করবে; আর লোকেরা আফরাহীম ও সামেরিয়ার ভূমি অধিকার করবে; এবং বিন্ইয়ামীন গিলিয়দকে অধিকার করবে।
20 আর বনি-ইসরাইলদের নির্বাসিত সৈন্য সারিফৎ পর্যন্ত কেনানীয়দের দেশ অধিকার করবে এবং জেরুশালেমের যে নির্বাসিত লোকেরা সফারদে আছে তারা দক্ষিণের নগরগুলো অধিকার করবে।
21 আর ইসের পর্বতের বিচার করার জন্য শাসনকর্তারা সিয়োন পর্বতে উঠবে; এবং রাজ্য মাবুদের হবে।