দানিয়াল 1:5-11 BACIB

5 পরে বাদশাহ্‌ এও স্থির করলেন যে, তাদের যেন বাদশাহ্‌র খাবার ও তাঁর পানীয় আঙ্গুর-রস থেকে প্রতিদিনের অংশ দেওয়া হয়; এবং তাদেরকে এভাবে তিন বছর পরিপোষণ করতে হবে যেন সেই সময়ের শেষে তারা বাদশাহ্‌র কাছে দাঁড়াতে পারে।

6 তাদের মধ্যে এহুদা-বংশীয় দানিয়াল, হনানিয়, মীশায়েল ও অসরিয় ছিলেন।

7 আর রাজপ্রাসাদের প্রধান কর্মচারী তাঁদের নাম রাখলেন; তিনি দানিয়ালকে বেল্টশৎসর, হনানিয়কে শদ্রক, মীশায়েলকে মৈশক ও অসরিয়কে অবেদ্‌নগো নাম দিলেন।

8 কিন্তু দানিয়াল মনে স্থির করলেন যে, তিনি বাদশাহ্‌র খাবার ও তাঁর পানীয় আঙ্গুর-রস দ্বারা নিজেকে নাপাক করবেন না। এজন্য নিজেকে যেন নাপাক করতে না হয়, এই অনুমতি রাজপ্রাসাদের প্রধান কর্মচারীর কাছে অনুমতি চাইলেন।

9 তখন আল্লাহ্‌ সেই রাজপ্রাসাদের প্রধান কর্মচারীর কাছে দানিয়ালকে দয়া ও করুণার পাত্র করলেন।

10 তাতে রাজপ্রাসাদের প্রধান কর্মচারী জবাবে দানিয়ালকে বললেন, আমি আমার মালিক বাদশাহ্‌কে ভয় করি, তিনিই তোমাদের খাবার ও পানীয়-দ্রব্য নির্ধারণ করেছেন; তিনি তোমাদের সমবয়স্ক যুবকদের মুখের চেয়ে তোমাদের মুখ কেন শুকনো দেখবেন? এতে বাদশাহ্‌ আমার মাথা কেটে ফেলতে পারেন।

11 পরে রাজপ্রাসাদের প্রধান কর্মচারী দানিয়াল, হনানিয়, মীশায়েল ও অসরিয়ের উপরে যে প্রধান প্রহরীকে নিযুক্ত করেছিলেন, তাঁকে দানিয়াল বললেন,