দানিয়াল 2:10-16 BACIB

10 কল্‌দীয়েরা বাদশাহ্‌র সম্মুখে জবাবে বললো, বাদশাহ্‌র স্বপ্নের কথা জানাতে পারে, দুনিয়াতে এমন কোন মানুষ নেই; বাস্তবিক মহান, বা পরাক্রান্ত কোন বাদশাহ্‌ কখন কোন মন্ত্রবেত্তাকে বা গণককে বা কল্‌দীয়কে এমন কথা জিজ্ঞাসা করেন নি।

11 বাদশাহ্‌ যে কথা জিজ্ঞাসা করছেন, তা দুরূহ; বস্তুত যাঁরা মাংসময় দেহে বাস করেন না, সেই দেবতারা ছাড়া আর কেউ নেই যে, বাদশাহ্‌র সম্মুখে তা জানাতে পারে।

12 এই কথা শুনে বাদশাহ্‌ অত্যন্ত ক্রুদ্ধ ও কোপান্বিত হয়ে ব্যাবিলনের সমস্ত বিদ্বান লোককে হত্যা করতে হুকুম দিলেন।

13 তখন এই হুকুম প্রচারিত হল যে, বিদ্বান লোকদেরকে হত্যা করতে হবে; আর লোকেরা দানিয়াল ও তাঁর সহচরদেরকে হত্যা করার জন্য তাদের খোঁজ করলো।

14 তখন যে রাজসেনাপতি অরিয়োক ব্যাবিলনীয় বিদ্বান লোকদের হত্যা করার জন্য বের হয়েছিলেন, তাঁর কাছে দানিয়াল বিবেচনা ও জ্ঞান সহকারে কথা বললেন।

15 তিনি বাদশাহ্‌র কর্মকর্তা অরিয়োককে জিজ্ঞাসা করলেন, বাদশাহ্‌র হুকুম এত প্রচণ্ড কেন? তাতে অরিয়োক দানিয়ালকে সমস্ত কথা খুলে বললেন।

16 তখন দানিয়াল বাদশাহ্‌র কাছে গিয়ে এই বিনতি করলেন, আমার জন্য সময় নির্ধারণ করতে হুকুম দিন, যেন আমি বাদশাহ্‌কে স্বপ্নটির তাৎপর্য জানাতে পারি।