1 বাদশাহ্ বখতে-নাসার একটি সোনার মূর্তি তৈরি করলেন, তা উচ্চতায় ষাট হাত ও চওড়ায় ছয় হাত, তা তিনি ব্যাবিলন প্রদেশের দূরা উপত্যকায় স্থাপন করলেন।
2 আর বাদশাহ্ বখতে-নাসার সেই যে মূর্তি স্থাপন করেছিলেন, তা প্রতিষ্ঠা করতে আসার জন্য ক্ষিতিপাল, প্রতিনিধি ও শাসনকর্তাদেরকে, মহা-বিচারকর্তা, কোষাধ্যক্ষ, ব্যবস্থাপক ও অধিপতিদেরকে এবং প্রদেশগুলোর সমস্ত কর্মকর্তাদেরকে একত্র করতে বাদশাহ্ বখতে-নাসার লোক প্রেরণ করলেন।
3 তখন ক্ষিতিপালরা, প্রতিনিধিরা, শাসনকর্তারা, মহা-বিচারকর্তৃরা, কোষাধ্যক্ষরা, ব্যবস্থাপকরা ও অধিপতিরা এবং প্রদেশগুলোর সমস্ত কর্মকর্তা বাদশাহ্ বখতে-নাসারের স্থাপিত সেই মূর্তি প্রতিষ্ঠা করার জন্য একত্র হলেন। পরে তাঁরা বখতে-নাসারের স্থাপিত মূর্তির সম্মুখে দাঁড়ালেন।
4 তখন ঘোষক উচ্চৈঃস্বরে বললেন, ‘হে লোকবৃন্দ, জাতিগণ ও নানা ভাষাবাদীগণ, তোমাদের প্রতি এই হুকুম দেওয়া হচ্ছে;