দানিয়াল 5:12-18 BACIB

12 কেননা উৎকৃষ্ট রূহ্‌, জ্ঞান, বুদ্ধিকৌশল এবং স্বপ্নের তাৎপর্য বলবার, গূঢ়বাক্য প্রকাশ করার ও সন্দেহ ভঞ্জন করার ক্ষমতা সেই দানিয়ালের মধ্যে পাওয়া গিয়েছিল, যাঁকে বাদশাহ্‌ বেল্টশৎসর নাম দিয়েছিলেন। অতএব সেই দানিয়ালকে ডাকা হোক, তিনি তাৎপর্য জানাবেন।

13 তখন দানিয়ালকে বাদশাহ্‌র কাছে আনা হল। বাদশাহ্‌ দানিয়ালকে বললেন, তুমিই কি দানিয়াল সেই নির্বাসিত ইহুদীদের এক জন, যাদের আমার পিতা মহারাজ এহুদা দেশ থেকে এনেছিলেন?

14 তোমার বিষয়ে আমি শুনতে পেয়েছি যে, তোমার অন্তরে দেবতাদের রূহ্‌ আছেন এবং আলো, বুদ্ধিকৌশল ও উৎকৃষ্ট জ্ঞান তোমার মধ্যে লক্ষিত হয়।

15 আর সম্প্রতি এই লেখা পাঠ করার ও এর তাৎপর্য আমাকে জানবার জন্য বিদ্বান ও গণকদের আমার কাছে আনা হয়েছিল; কিন্তু তারা লেখার তাৎপর্য আমাকে জানাতে পারে নি।

16 কিন্তু তোমার বিষয়ে শুনেছি যে, তুমি তাৎপর্য প্রকাশ করতে ও সন্দেহ ভঞ্জন করতে পার; এখন যদি তুমি এই লেখা পাঠ করতে ও এর তাৎপর্য আমাকে জানাতে পার, তবে বেগুনে কাপড় পরানো হবে, তোমার গলায় সোনার হার দেওয়া হবে এবং তুমি রাজ্যে তৃতীয় পদের অধিকারী হবে।

17 তখন দানিয়াল জবাবে বাদশাহ্‌কে বললেন, আপনার দান আপনারই থাকুক, আপনার পুরস্কার অন্যকে দিন; কিন্তু আমি বাদশাহ্‌র কাছে এই লিপি পাঠ করবো এবং এর তাৎপর্য তাঁকে জানাবো।

18 হে বাদশাহ্‌, সর্বশক্তিমান আল্লাহ্‌ আপনার পিতা বখতে-নাসারকে রাজ্য, মহিমা, গৌরব ও প্রতাপ দিয়েছিলেন।