দানিয়াল 9:12-18 BACIB

12 আর আমাদের বিরুদ্ধে ও যে বিচারকেরা আমাদের বিচার করতেন, তাঁদের বিরুদ্ধে তিনি যে যে কালাম বলেছেন, সেসব সফল করে আমাদের উপরে ভারী অমঙ্গল ঘটিয়েছেন; কেননা জেরুশালেমের প্রতি যেমন করা হয়েছে, আসমানের নিচে আর কোথাও সেই রকম করা হয় নি।

13 মূসার শরীয়তে যেরকম লেখা আছে, সেই অনুসারে এ সব অমঙ্গল আমাদের উপরে এসেছে, তবুও আমরা নিজ নিজ অপরাধ থেকে ফিরবার জন্য ও তোমার সত্য সম্বন্ধে বুদ্ধি লাভ করার জন্য, নিজেদের আল্লাহ্‌ মাবুদের কাছে ফরিয়াদ করি নি।

14 এজন্য মাবুদ এই অমঙ্গলের প্রতি সজাগ থেকেছেন ও আমাদের উপরে তা উপস্থিত করেছেন, কেননা আমাদের আল্লাহ্‌ মাবুদ নিজের সকল কাজে ধর্মশীল, কিন্তু আমরা তাঁর কথার অবাধ্য হয়েছি।

15 এখন, হে মালিক, আমাদের আল্লাহ্‌, তুমি শক্তিশালী হাত দ্বারা মিসর দেশ থেকে তোমার লোকদের এনে কীর্তিলাভ করেছ, যেমন আজ পর্যন্ত দেখা যাচ্ছে; আমরা গুনাহ্‌ করেছি, দুষ্টামি করেছি।

16 হে মালিক, আরজ করি, তোমার সমস্ত ধর্মশীলতা অনুসারে তোমার নগর জেরুশালেম— তোমার পবিত্র পর্বত থেকে তোমার ক্রোধ ও গজব নিবৃত্ত কর; কেননা আমাদের গুনাহ্‌ ও আমাদের পূর্বপুরুষদের অপরাধের কারণে জেরুশালেম ও তোমার লোকেরা চারদিকের সমস্ত লোকের উপহাসের পাত্র হয়েছে।

17 অতএব, হে আমাদের আল্লাহ্‌, এখন তোমার এই গোলামের মুনাজাত ও ফরিয়াদ শোন এবং ধ্বংস হয়ে যাওয়া তোমার পবিত্র স্থানের প্রতি তোমার নিজের অনুরোধে তোমার মুখ উজ্জ্বল কর।

18 হে আমার আল্লাহ্‌, কান দাও, শোন, চোখ মেলে দেখো এবং আমাদের ধ্বংসিত স্থানগুলোর প্রতি ও যার উপরে তোমার নাম কীর্তিত হয়েছে, সেই নগরের প্রতি দৃষ্টিপাত কর; কারণ আমরা নিজের ধার্মিকতার জন্য নয়, কিন্তু তোমার মহাকরুণা স্মরণ করেই তোমার সম্মুখে আমাদের ফরিয়াদ উপস্থিত করলাম।